করোনায় নতুন আক্রান্ত নেই
বাংলাদেশে করোনাভাইরাসদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। তবে পুরনো আক্রান্তদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
বুধবার (২৫ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে লাইভ ভিডিও কনফারেন্সে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইইডিসিআর পরিচালক বলেন, ভাইরাসটি সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে থাকতে পারে। কিন্তু সারা বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে এটি বলা যাবে না। এটা ঘোষণা দেওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমাদের তথ্য দেখাতে হবে। কিন্তু লোকাল টান্সমিশন বাংলাদেশে হয়নি।
মীরজাদী সেব্রিনা বলেন, সবশেষ মারা যাওয়া রোগী একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ৬৫ বছর, তিনি ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগী ছিলেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪৫ জন। মোট আক্রান্ত ৩৯ এবং মৃতের সংখ্যা ৫।