বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে জামায়াত: শাহজাহান চৌধুরী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী সব সময় বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং এ কাজ চলমান থাকবে। জামায়াত ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে সমাজে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে।

শুক্রবার (১০ জানুয়ারি) পাচঁলাইশ থানার মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শাহজাহান চৌধুরী বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে লুটপাট করেছে। দেশের গরীব-অসহায় মানুষগুলো ঠিকমতো খাবার খেতে পারেনি, তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারেনি, তারা জুলুমের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। আওয়ামী লীগ দেশের দুঃস্থ মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আগামীতে মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকে সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তাফা কামাল, পাচঁলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, চান্দগাও থানা আমীর মোহাম্মদ ইসমাইল, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ।

বিজ্ঞাপন

ওয়ার্ড সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কাতানগঞ্জ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, বুলবুল, তরু, এলাহি, সিরাজ প্রমুখ।