ঢাকায় বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মহানগরের আওতাধীন নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ও ফার্মেসি ব্যতীত সব বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ২৫ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২২ মার্চ) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন
ঢাকায় বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত

 

সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, মহানগরের সকল ব্যবসায়ী ও সমিতির কার্যকরি সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগরের আওতাধীন নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ও ফার্মেসি ব্যতীত সব বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ২৫ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশে পর্যাপ্ত মজুদ আছে। তাই বাজার স্থিতিশীল রাখতে এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল ও জরিমানা এড়াতে ন্যায্য মূল্যে সকল পণ্য বিক্রির অনুরোধ করছি।