জামালপুরে আ.লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে যুবলীগের মিছিল ও বিভিন্ন সময় ছাত্রলীগের নানান কর্মকান্ডের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করে করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর উসমান গনি মুছাসহ ৬ নেতা-কর্মীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আসমত আলীর ছেলে আওয়ামী লীগ নেতা উসমান গণি মুছা (৬৫), রামেরচর এলাকার সামিদুল হকের ছেলে আলমগীর হোসেন, শরিফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় এলাকার হাছেন আলীর ছেলে মতিউর রহমান মুক্তা, হাবিবুর রহমানের ছেলে সাব্বির রহমান, আব্দুল মান্নানের ছেলে বাবলা ও মৃত মাহফুজুর রহমানের ছেলে মিনহাজ মাহফুজ অর্ক (২৪)।

এরমধ্যে উসমান গণি মুছা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর অন্যান্য আটককৃতরা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের কর্মী।

পুলিশ জানায়, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের ঘটনায় নাশকতার অভিযোগ রয়েছে। তাঁরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, ‘মুজিব বাহিনীর ব্যানারে নিষিদ্ধ সংগঠন মিছিলসহ জুলাই-আগস্টের ঘটনায় নাশকতার অভিযোগে ছয়জন আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’