ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ভূল্লী বাঁধ গোরস্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দীন।

ওসি মো. দুলাল উদ্দীন জানান, দুপুরে ওই গোরস্থানে স্থানীয় কিছু লোক বাঁশ কাটা সময় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি টিম যায়। তারা সেখানে কাজ করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তির ধর থেকে মাথা আলাদা, ধর থেকে পা আলাদা পাওয়া গেছে। মাথাটি প্রায় কঙ্কাল হয়ে গেছে ও দেহে মাংস নেই বললেই চলে। ধারণা করা হচ্ছে এটি প্রায় ৭-৮ মাস আগের মরদেহ হবে। তবে এটি কবর থেকে শেয়াল বা অন্য কোনো পশু তুলেছে কিনা বা এটি কোনো হত্যাকাণ্ড কিনা তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আমার তদন্ত করছি।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।