চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে শোকজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য আজমল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে জেলা কমিটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে শোকজ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন আজমল হোসেন নিজেই। শোকজ প্রাপ্ত আজমল সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শ পরিপন্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে শোকজ জারি করা হলো।’

বিজ্ঞাপন

এব্যাপারে জানতে চাইলে আজমল হোসেন বলেন, এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন দীর্ঘদিন থেকে। গত কয়েকদিন আগে চোরাচালানে সম্পৃক্ত ডি-আই পিকআপের ধাক্কায় কলেজের দুজন শিক্ষার্থী মারা গেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ভারতীয় চোরাই মালামাল চোরাকারবারী নিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব কাজে সরাসরিভাবে জড়িত। যারা এসবের সঙ্গে যারা জড়িত, তারাই এমন অভিযোগ করেছে।

চাঁদাবাজির ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বলেন, শোকজের নোটিশ ফেসবুকে দেখেছি, তবে আমার কাছে আসেনি। নোটিশ পেলে অবশ্যই তার জবাব দেব।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা নোটিশ দিয়ে বক্তব্য জানতে চেয়েছি। নোটিশ দেওয়া মানেই যে তিনি দোষী, সেটি নয়। আমাদের কাছে যে অভিযোগ আসছে, সে বিষয় যাচাই করতেই তার বক্তব্য জানতে চেয়েছি। তার বক্তব্য জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।