এনবিআর থেকে নীতি বিভাগ আলাদা হলে ২৪ শতাংশ সমস্যার সমাধান: মজিদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, এনবিআর থেকে নীতি বিভাগ আলাদা হয়ে গেলে ২৪ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি বিভাগ পলিসি ডিভিশন নামে আলাদা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার কমিটির প্রধান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি জানান, বিভাগটি শুধু নীতি তৈরি করবে। এটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীনে থাকবে। আর এনবিআর শুধু রাজস্ব সংগ্রহ করবে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানী ঢাকায় এক গোলটেবিল বৈঠকে এনবিআর সংস্কার কমিটির প্রধান ও ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এসব কথা বলেন। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ আলোচনার আয়োজন করে।

এনবিআর থেকে নীতি বিভাগ আলাদা হয়ে গেলে ২৪ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, ডিজিটালাইজেশন সম্পন্ন হয়ে গেলে প্রায় ৪৭ শতাংশ সমস্যার সমাধান ও সংস্কারও হয়ে যাবে।

বিজ্ঞাপন

সাবেক এ সচিব বলেন, এনবিআরকে আলাদা করতে হবে। তাকে ক্ষমতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে।

জাপানের উদাহরণ দিয়ে মোহাম্মদ আবদুল মজিদ বলেন, সে দেশের এনবিআর চেয়ারম্যান প্রতি মাসের ২২ তারিখ ও গভর্নর প্রতি মাসের ৫ তারিখ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আমাদের এনবিআরেরও উচিত ১৫ দিন পর বা এক মাস পর সংবাদ সম্মেলন করে ব্রিফ করা। কেন রাজস্ব আহরণ কম হলো, কর বাড়ানো হলো; পরিবর্তন আনা বিষয়গুলো পরিষ্কার করা দরকার।

অডিটে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে না আসায় তিনি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়েরও সমালোচনা করেন।