ট্রেনের অগ্রিম টিকিট ৫ দিন আগে বিক্রির সিদ্ধান্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হতো ১০ দিন আগে। কাল থেকে পাঁচ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

রোববার (২২ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোঃ শামসুজ্জামান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন,রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেলের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসময় তিনি আরও বলেন,' করোনায় আমাদের রেলের যাত্রী কিছুটা কমেছে। সেজন্যই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে পাঁচ দিন আগের অগ্রিম টিকিট কাটা যাবে। সোমবার (২৩ মার্চ) থেকে কার্যকর হবে।

এদিকে বৈঠকে অংশ নেওয়া রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোফাজ্জল হকের কাছে রেল বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বার্তা২৪.কমকে বলেন, করোনা আতঙ্কে ট্রেনে মানুষ যাচ্ছে কম ফলে। গত ২-৩ দিনে আমাদের ট্রেনের আয় কমেছে। তবে ট্রেন যেহেতু সরকারের এক নম্বর একটি গণপরিবহন সেক্ষেত্রে সরকারের আদেশ ছাড়া এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আর ট্রেন বন্ধ করার আমাদেরও কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই।

বিজ্ঞাপন