ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রয় চায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার দোকান মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রয় করতে এবং বাড়তি দামে পণ্য বিক্রি থেকে থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

রোববার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সমিতি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার স্থিতিশীল রাখতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক জেল ও জরিমানা এড়াতে ঢাকা মহানগরের সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রয় করতে এবং বাড়তি দামে পণ্য বিক্রি থেকে থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে।

অপর এক বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, করোনাভাইরাস প্রতিরোধে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সকল বিধি নিষেধ ও নির্দেশনা ঢাকা মহানগরের সকল ব্যবসায়ী, দোকান মালিক ও বিপণী বিতান কর্তৃপক্ষকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞাপন