সব পুড়ে ছাই হয়ে নিয়ন্ত্রণে রূপনগর বস্তির আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সব পুড়ে ছাই হয়ে নিয়ন্ত্রণে রূপনগর বস্তির আগুন/ছবি: সুমন শেখ

সব পুড়ে ছাই হয়ে নিয়ন্ত্রণে রূপনগর বস্তির আগুন/ছবি: সুমন শেখ

রাজধানীর মিরপুর রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১১ মার্চ) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার।

বিজ্ঞাপন
ঘর হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এ নারী

তিনি বলেন, বেলা ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান।

 প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে। এখানে অবৈধ গ্যাস লাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ আগুনে ইতিমধ্যে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: রূপনগর বস্তির আগুন বাসাবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা

আগুনের লেলিহান শিখায় চেয়ে অসহায় কান্না

রূপনগর বস্তিতে আগুন, ফায়ার সার্ভিস নিরুপায়