রূপনগর বস্তিতে আগুন, ফায়ার সার্ভিস নিরুপায়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রূপনগর বস্তিতে আগুন/ছবি: সুমন শেখ

রূপনগর বস্তিতে আগুন/ছবি: সুমন শেখ

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। কিন্তু আগুনের যে লেলিহান শিখা তাতে সহসায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নিরুপায়/ছবি: সুমন শেখ

সকাল পৌনে দশটা থেকে প্রায় ৫০০টির মত বস্তির ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখনো আগুন দাউদাউ করে জ্বলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শেষ সম্বলটুকু নিয়ে যে যার মত ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের আশঙ্কা দেখছেন না ফায়ার সার্ভিস।

আগুন দাউদাউ করে জ্বলছে/ছবি: সুমন শেখ

প্রথমে বস্তুটির উত্তর পাশ থেকে অগ্নিকাণ্ডের শুরু হলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে পুরো বস্তিতে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

শেষ সম্বলটুকু নিয়ে বস্তি থেকে এখনো বের হচ্ছে অসহায় বস্তিবাসী।

আরও পড়ুন: মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন

চোখের পলকে পুড়ে যাচ্ছে ঘরের পর ঘর