আগুনের লেলিহান শিখায় চেয়ে অসহায় কান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনের লেলিহান শিখায় চেয়ে অসহায় কান্না/ছবি: সুমন শেখ

আগুনের লেলিহান শিখায় চেয়ে অসহায় কান্না/ছবি: সুমন শেখ

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে হু হু করে বাড়ছে আগুনের লেলিহান শিখা।দুই ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলছে পুরো বস্তি। চোখের সামনে নিজেদের সহায় সম্বল পুড়ে যেতে দেখছেন অসহায় বস্তিবাসী।  

বহু কষ্টে জমানো নিজের শেষ সম্বলটুকু পুড়ে কয়লা হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন নিম্নবিত্ত বস্তিবাসী। এরেইমধ্যে বস্তির বিভিন্ন স্থানের ঘরবাড়ি পুড়ে কয়লা হয়ে গেছে।  

বিজ্ঞাপন
দুই ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলছে পুরো বস্তি

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ  করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বার্তা২৪.কমকে বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬ এবং ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন: চোখের পলকে পুড়ে যাচ্ছে ঘরের পর ঘর

রূপনগর বস্তিতে আগুন, ফায়ার সার্ভিস নিরুপায়

মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন