রূপনগর বস্তির আগুন বাসাবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রূপনগর বস্তির আশপাশের বাসাবাড়িগুলো, ছবি: বার্তা২৪.কম

রূপনগর বস্তির আশপাশের বাসাবাড়িগুলো, ছবি: বার্তা২৪.কম

মিরপুরের রূপনগর বস্তির আগুন পাশের বাসাবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

মূলত বস্তিটির দক্ষিণ পাশে প্রথমে আগুন লাগে। পরে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এখন উত্তর পাশের দিকে অগ্রসর হয়েছে। এতে রাস্তার পাশে থাকা বাসাবাড়িতে আগুন লাগার সম্ভাবনা দেখছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। বস্তির পাশের বাসাবাড়ি থেকে মানুষজনদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার।

আরও পড়ুন: মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন