ফরিদপুরে নিখোঁজ ছাত্রীর রক্তাক্ত ভিডিও ভাইরাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক মাদ্রাসা ছাত্রী ৬ দিন ধরে নিখোঁজ হয়েছে। তবে অজ্ঞাত সড়কে পাশে রক্তাক্ত অবস্থায় মেয়েটির ভিডিও দেখে স্বজনদের আহাজারি চলছে।

নিখোঁজ ছাত্রীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার উত্তর কাউলীবেড়া গ্রামে। তিনটা মাছ ব্যবসায়ী তারা মিয়ার মেয়ে অনন্যা আক্তার (১৫) এবং কাউলীবেড়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী।

বিজ্ঞাপন

শনিবার রাত থেকে অজ্ঞাত সড়কের পাশে ঠোঁট কাটা রক্তাক্ত অবস্থায় ছাত্রীটি বসে কাঁদার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে ভিডিওটা কোন এলাকায় এখনও কোন তথ্য পায়নি স্বজনরা ও পুলিশ।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নিজ বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।

বিজ্ঞাপন

পরিবারের লোকজন অনেক খোঁজা-খুজি করেও তার কোন সন্ধান না পায়নি । শনিবার দিবাগত রাতে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটি বসে কাঁদার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আত্মীয়-স্বজন অনন্যা আক্তারকে খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। গতকাল রাতে রক্তাক্ত অবস্থায় ওই মেয়েটির ভিডিওটা দেখেছি। বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে। ওই মেয়ে মূলত অনন্যা নাকি অন্য কেউ সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাকে সন্ধান করে উদ্ধারের চেষ্টা চলছে।