আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে ফরিদপুরে সনাকের মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর সনাকের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে এ কর্মসুচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় সচেতন নাগরিক কমিটি সনাকের ফরিদপুর শাখার সহ-সভাপতি পান্না বালা, মাহবুবুর রহমান, মনোয়ারা মোরশেদা চৌধুরী, এডভোকেট শিপ্রা গোস্বামী, গোবিন্দ বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন " ফরিদপুরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে বায়ু দূষণ এবং কার্বন নিঃসরণের ক্ষতিকর দিকগুলো জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। পাশাপাশি জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলছে।জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি তথা সৌর শক্তির, বায়ু শক্তি, পানি বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে তাপও বিদ্যুৎ উৎপাদন করে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। সুন্দরবনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ ও জীবজন্তুর উপর অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বক্তাদের দাবি ভবিষ্যতে সকলকে ক্লিন জ্বালানি তথা পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ও জ্বালানি ব্যবহার করতে হবে। ২০৪০ সালের মধ্যে মোট জ্বালানির চল্লিশ শতাংশ ২০৫০ সালের মধ্যে শতভাগ জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার আবহাওয়া ও জলবায়ুকে সুরক্ষিত রাখবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এলে পরিবেশবান্ধব জ্বালানি নীতি প্রণয়নে উদ্যোগ গ্রহণ করতে হবে।কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সৌরশক্তি বা সোলার সিস্টেমের ব্যবহার বাড়ানো, গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন, পরিবেশবান্ধব জ্বালানি নীতি প্রণয়নে গবেষকদের দ্বারা কমিটি গঠন করার দাবি করেন।