সচিবালয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, আন্দোলন চলবে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সচিবালয়ে বৈঠক শেষে পুলিশ ভ্যান থেকে নামছেন ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল। ছবি: বার্তা২৪.কম

সচিবালয়ে বৈঠক শেষে পুলিশ ভ্যান থেকে নামছেন ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল। ছবি: বার্তা২৪.কম

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করেছেন ইবতেদায়ী শিক্ষকদের একটি প্রতিনিধি দল। তবে সেখান থেকে কোনো প্রকার সিদ্ধান্তের কথা জানানো হয়নি বলে জানিয়েছেন ইবতেদীয়া মাদরাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে এসে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

কাজী মোখলেসুর রহমান বলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের দাবি জানিয়েছি। তারা বলেছেন আমরা আপনাদের পক্ষ থেকে দাবি-দাওয়া শুনেছি। লিখিত আকারে কাগজপত্র নিয়েছি। আগামীকাল আমাদের মিটিং আছে আমরা আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সঙ্গে বসবো এবং তাদেরকে এই মেসেজ জানাবো। এরপর মেসেজ অনুযায়ী আপনাদের শিক্ষা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিব। 

তিনি বলেন, আমরা সেখান থেকে বের হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শিক্ষকদের দাবি জাতীয়করণের প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমরা এখানে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোন ধরনের সিদ্ধান্ত না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিব।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে করে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে করতে সচিবালয়ের উদ্দেশে গিয়েছেন ইবতেদায়ী শিক্ষকদের ১৫ জন এবং ২ জন ছাত্র প্রতিনিধি মিলিয়ে মোট ১৭ জনের একটি প্রতিনিধি দল।