নরসিংদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট
নরসিংদী জেলার সদর উপজেলার বাসিন্দা শরিফ নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে মাধবদী থানার মেঘনাবাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের জানান, ২৭ জানুয়ারি (রোববার) রাত প্রায় ১টা ৫০ মিনিটের সময় ৬/৭ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরে ডাকাত প্রবেশের টের পেয়ে ঘরে থাকা লোকজন সজাগ হয়ে যায়। এসময় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং একজনকে রশি দিয়ে বেঁধে রাখে। ডাকাতরা আলমারি ভেঙে ও আসবাবপত্র খুঁজাখুঁজি করে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা সহ ২টি মোবাইল লুট করে নিয়ে যায়।
মালয়শিয়ান প্রবাসী শরিফ প্রধান জানান, গত বছরের ১৪ নভেম্বর ছুটিতে দেশে আসেন এবং সাথে বেশকিছু মালামালও এনেছিলেন। ছুটি কাটিয়ে এ মাসের ১৫ তারিখ মালয়েশিয়াতে চলে যান। তার বাড়িতে ডাকাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির যে পরিমাণ বলা হয়েছে তা সত্য নয়। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ৮/১০ লাখ টাকা লুট হয়েছে কিন্তু আমারা শুনেছি ১০/১২ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে।