সচিবালয়ের পথে ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবালয়ে উদ্দেশে যাচ্ছেন ইবতেদায়ী শিক্ষকদের ১৫ জন এবং ২ জন ছাত্র প্রতিনিধি মিলিয়ে মোট ১৭ জনের একটি প্রতিনিধি দল।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৩মিনিট নাগাদ শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে সচিবালয়ের উদ্দেশে প্রতিনিধি দলটি রওয়ানা দেয়।

বিজ্ঞাপন

এর আগে স্মারকলিপি প্রদান ও আলোচনা করতে প্রধান উপদেষ্টার কার্যালয় ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল গেলেও সেখানে কোন সমাধান না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।

সেখান থেকে ফিরে এসে আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল-আমিন বলেন, তারা আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন কিন্তু আমাদের সাথে আলোচনায় কোন ধরনের আশ্বস্ত করে নাই। তারা বলেছে আপনাদেরকে ডাকা হবে। আগামীকালকের ভেতরে শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে ডাকবেন। তারপর আলোচনায় একটা সমাধান হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এই সমস্ত আশ্বাসের বাণী আর শুনতে চাই না। আমরা গত ২৫ আগস্টেও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। আমাদের আশ্বস্ত করেছিল এবং এক মাস সময় দিয়েছিল। আজ আমরা আশ্বাসের পরও ছয় মাস অতিক্রম করেছি কিন্তু কোন সমাধান এখনো আমরা পাইনি। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রাখার ঘোষণা দিচ্ছি।  

এর আগে আজ সকালে আন্দোলনরত শিক্ষকরা শাহবাগে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।