মুফতি ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মুফতি ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, ছবি: সংগৃহীত

মুফতি ইব্রাহীমের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামি স্কলার ও হাদিস বিশারদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমের ওপর হামলাকারী অনলাইন আক্তারকে গ্রেফতার করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকাস্থ লক্ষীপুরবাসী নামের একটি সংগঠন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লক্ষীপুরবাসীর আয়োজনে মুফতি ইব্রাহীমের ওপর হামলাকারী অনলাইন আক্তারের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে ঢাকাস্থ লক্ষীপুর জেলার প্রায় আড়াই হাজার আলেম-উলামা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সৌদি আরব, কাতার, দুবাই, অস্ট্রেলিয়া, কুয়েত, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে ভূমিদস্যু অনলাইন আক্তারের গ্রেফতারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর ও ঋণখেলাপী অনলাইন আক্তার দেশ ও জাতির শত্রু। ফ্যাসিবাদের এই দোসর ভূমি দখল, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি করেই ক্ষ্যান্ত না। এখন প্রখ্যাত আলেম মুফতি কাজী মোহাম্মদ ইবরাহীমকে অপহরণ করে গুম করে দিতে চেয়েছে। তার এই হাতকে এখনই ভেঙ্গে না দিলে আরও আলেম-উলামার ওপর হামলা করবে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।

বক্তাদের দাবি, ৫ আগস্টের আগে অনলাইন আক্তারের নেতৃত্বে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। তার নামে ছাত্র হত্যার অসংখ্য মামলা রয়েছে। ৫ আগস্টের পরে দীর্ঘসময় পলাতক অবস্থায় থেকে নিজেকে রক্ষা করে এখন পুলিশ ও মাস্তান নিয়ে আলেমদের ওপরে হামলা করছে।

মানববন্ধনে সাংবাদিক আ ফ ম ইউসুফ বলেন, ফ্যাসিবাদের দোসররা নিজেদের রক্ষা করতে না পেরে পালিয়েছেন। ফ্যাসিবাদের দোসর অনলাইন আক্তারও শেষ রক্ষা করতে পারবে না। তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বেগবান হবে।
সংগঠনের সভাপতির সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর নোয়খালীর গার্মেন্টস এক্সেসরিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন, লক্ষীপুরের বশিকপুরের মাহবুবুর রহমান, সাংবাদিক মুরাদ, ইমতিয়াজ হাসান তুহিন, আলাউদ্দিন ভূইয়া, মোহাম্মদ নাসির, হাজী ফজলে আজিম, লক্ষীপুরের গার্মেন্টস মালিক এসোসিয়েশনের সাবেক সভপতি কামরুল হোসেন, সাংবাদিক আ ফ ম ইউসুফ, পূর্ব বশিকপুর একতা ক্লাবের সভাপতি আনিসুর রহমান ভূইয়া প্রমুখ।

এ ছাড়া মানববন্ধনে মুফতি ইবরাহীমের প্রাক্তন শিক্ষার্থী, ভক্তবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, আওয়ামী লীগের সন্ত্রাসী ভূমিদস্যু অনলাইন আক্তার সশস্ত্র ক্যাডার নিয়ে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও অংশীদার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে তুলে নিয়ে গুম করার হুমকি দেয়। এ বিষয়ে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সংবাদ সম্মেলন করে ফ্যাসিস্ট অনলাইন আক্তারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।