পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর চর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের পদ্মা নদীর দূর্গম চরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে শিবচর থানার ওসি মো: রতন শেখ, চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো: শহিদুল ইসলাম খানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে বিকেল ৫ টার দিক লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে রাতেই লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পড়নে কমলা রংয়ের সালোয়ার ও কামিজ রয়েছে।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো: শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত নারীর লাশটি পদ্মা নদীর একটি চরে পানি থেকে অল্প কিছুটা দূরত্বে পড়ে ছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করি।

শিবচর থানার ওসি মো: রতন শেখ বলেন, অজ্ঞাত নারীর লাশটি পদ্মা নদীর একটি দূর্গম চরে পানি সংলগ্ন পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে থবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। লাশটি ছিল অর্ধগলিত। বয়স আনুমানিক ৩৫-৪৫ বছর হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।