মেলায় জামায়াতসহ ইসলামী দল নিষিদ্ধের ব্যানার, রাঙামাটিতে বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাঙামাটিতে শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে চলমান ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলায় জুলাই প্রদর্শনীর স্টলে জামায়াতসহ সমমনা ইসলামী দলগুলোকে নিষিদ্ধের দাবি সম্বলিত ফেষ্টুন থাকায় বিক্ষোভ করেছে মুসল্লীরা।

পতিত স্বৈরাচারি সরকারের সময়ের মতোই বর্তমান সময়ে রাঙামাটির লোক ও কারুশিল্প মেলায় জামায়াতসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে এই ধরনের ফেষ্টুন প্রদর্শনের প্রতিবাদে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নামাজের পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা। দেশ প্রেমিক জাগ্রত জনতার ব্যানারে কয়েকশো মুসল্লী এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

উন্নয়ন বোর্ড জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা শহরের রিজার্ভ বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে অ্যাডভোকেট আব্দুল সালাম, অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন বলেন, বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মতোই বর্তমান সময়ে জামায়াত ইসলামীসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে তীব্রতর আন্দোলনের ডাক দিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাসহ সাধারণ মুসল্লীরা জুলাই আন্দোলনের মতোই প্রয়োজনে আবারো নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে হলেও আওয়ামী ফ্যাসিষ্টদের এই বাংলার জমিন থেকে উৎখাত করা হবে।

বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যেই জামায়াতসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে মেলায় ফেষ্টুন প্রদর্শনের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণাও দেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটি শহরেও ১৬ই ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হয়। এই মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি শিক্ষার্থী আফিয়া তাসনিম জুলাই আন্দোলনের নানান চিত্র নিয়ে “একটি রক্তাক্ত জুলাইয়ের গল্প” এর স্টল দেয়। এই স্টলে জুলাই আন্দোলনের বিভিন্ন হতাহতদের ছবি, কার্টুন, গ্রাফিতির ছবি সম্বলিত ফেস্টুন প্রদর্শনের জন্য রাখা হয়।

এই ফেস্টুনগুলোর মধ্যে একেবারে সামনেই টাঙ্গানো একটি ফেস্টুনে বিগত আওয়ামীলীগের সরকারের সময় তথাকথিত বহুল বিতর্কিত “গণজাগরণ মঞ্চের” তৈরি করা জামায়াতসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত শব্দের লেখা উল্লেখ ছিলো। বিষয়টি স্থানীয় তরুণদের নজরে এসে বিভিন্ন মোবাইলে মোবাইলে প্রচারণা চলতে থাকে।

এক পর্যায়ে ফেস্টুনটিকে বেলা তিনটার সময় সেটি সরিয়ে নেয়া হয়। এসময় জানা যায়, আফিয়া নিজেই এই ফেস্টুনটি এনেছিলো। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ইসলাম প্রিয় মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

এক পর্যায়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপস্থিত হয়ে ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং মনের অজান্তেই এই ফেস্টুনটি ছাপানো হয়েছে এবং এই ক্ষেত্রে নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আরো সতর্ক হবেন এমন বক্তব্য প্রদান করেন আফিয়া তাসনিম।

বিজ্ঞাপন