মানিকগঞ্জে ইউনিয়ন পরিষদে হামলা-ভাঙচুর
চেয়ারম্যানের ভাতিজার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদে। চেয়ারম্যানের কক্ষের দড়জা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় হামলাকারীরা।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে ২০/২৫ জন দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এই হামলা ও ভাঙচুরের তান্ডব চালায় বলে অভিযোগ দায়িত্বরত গ্রাম পুলিশ ও এলাকাবাসীর।
চেয়ারম্যানের কক্ষে থাকা টেবিল ও টেবিলের উপরে গ্লাসসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলা চালানো হয় ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষেও। ইউনিয়ন পরিষদে হামলার খবয় পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকাবাসী।
পরে তারা একত্রিত হামলাকারীদের ধাওয়া দেন। এসময় আহত হয় পাঁচ হামলাকারী। সরকারী একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।
এ ঘটনায় বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করেও খোঁজ মিলেনি আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর এ আলম সরকারের।
আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শুকুর আলী বলেন, শুক্রবার সন্ধ্যার পর ২০/২৫ যুবক মোটরসাইকেল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে আসে। পরে তারা পরিষদের বাউন্ডারি টপকে ভেতরে আসে এবং চেয়ারম্যানের কক্ষের দড়জাসহ আসবাবপত্রে ভাঙচুর চালায়। একই সময়ে সচিবের কক্ষেও ভাঙচুর করে হামলাকারীরা।
আটিগ্রাম ইউনিয়নের বাসিন্দা বিএনপি নেতা ফারুক হোসেন বলেন, চেয়ারম্যানের ভাতিজার সঙ্গে ব্যক্তি বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। ইউনিয়ন পরিষদের এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ বলেন, এই ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো এই ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।