শ্রেণিকক্ষের সুষ্ঠু বণ্টনের দাবিতে ইবি’র প্রধান ফটকে তালা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরাদ্দকৃত শ্রেণীকক্ষের সঠিক বণ্টনের দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ক্যাম্পাস বাস আটকে রাখেন তারা।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে রবীন্দ্র-নজরুল কলা অনুষদের তৃতীয় তলায় বিভাগ থেকে শুরু হয় বিক্ষোভ। পরে আন্দোলনের একপর্যায়ে প্রশাসনিক কোনো সিদ্ধান্ত না আসলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ২ টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টররা তাদের দাবির বিষয়ে সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিত করার অনুরোধ জানালেও তারা আন্দোলন চালিয়ে যায়। শিক্ষার্থীদের দাবি- রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ দিতে হবে।

এসময় আন্দোলনকারীরা বলেন, আমরা শ্রেণিকক্ষ বরাদ্দ পেয়েও ব্যবহার করতে পারছি না। একটা ব্যাচ ক্লাসে থাকলে অন্য ব্যাচের বাইরে থাকতে হয়। একই সাথে ক্লাস-পরিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। মাত্র তিনটি রুমে ছয়টি ব্যাচের ক্লাস-পরিক্ষা চালাতে গিয়ে বিভাগে সেশন জটের সৃষ্টি হয়েছে। আমাদের মাস্টার্স ব্যাচের ফাইনাল পরিক্ষা শেষ করে দেওয়ার কথা থাকলেও তারা এখনো পরিক্ষার ধারপ্রান্তে পৌঁছাতে পারেনি। বরাদ্দকৃত ক্লাসরুম ব্যবহারের জন্য আমরা প্রসাশনের দারস্থ হয়েও কোনো সমাধান পাইনি। আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

বিজ্ঞাপন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামীকাল সকাল ১১ টায় মিটিং এ বিস্তারিত আলোচনা করা হবে এবং আমাদের ৫০ শতাংশ করে ভাগাভাগি করার যে দাবী তা বাস্তবায়ন হবে, তা না হলে ক্যাম্পাসে কম্পলিট শাট ডাউন করা।