শৃঙ্খলা ভঙ্গ: জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, ৩ জনকে অব্যাহতি

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের ৬ নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এনে বহিষ্কারসহ ৩ জনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক, সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, রফিক জব্বার হলের সাবেক যুগ্ম-আহবায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন৷ এছাড়া অব্যাহতি প্রাপ্তরা হলেন- শাখা ছাত্রদলের সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেন৷ এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার ব্যাপারেও নির্দেশনা প্রদান করা হয়৷

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক জরুরি সভা ডাকা হয়। সভার শুরুতে পদবঞ্চিতরা সভা বর্জন করে হট্টগোল ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে। এতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সভাটির স্থগিত ঘোষণা করে আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর৷৷

এ বিষয়ে পদবঞ্চিতরা জানান, ফ্যাসিস্ট দানব শেখ হাসিনার স্টিমরোলার সহ্য করে গত এক যুগ ধরে যারা আন্দোলন করেছেন নতুন কমিটিতে তাদের বর্জন করা হয়েছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে একটা পক্ষ এই কমিটি করেছে। এজন্য নিয়মতান্ত্রিক উপায়ে দলের চেয়ারম্যান বরাবর দপ্তরের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছেন বলে জানিয়েছেন।

তারা আরও দাবি করেন, পাঁচ আগস্টের পরও দলীয় কোনো প্রোগ্রামে যায়নি এমন অনেকের নাম এসেছে এই কমিটিতে। অথচ দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি।