হুঁশিয়ারি দিয়ে শাটডাউন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন দফা দাবির তৃতীয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাটডাউন কর্মসূচি তুলে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে রোববার (১৯ জানুয়ারি) থেকে ক্লাস পরীক্ষা চালাতে আর বাধা থাকছে না।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

তারা জানান, গত ১২ জানুয়ারি ২০২৫ সকাল ৮টা থেকে আমাদের তিন দফা দাবিতে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচি এবং ১৩ জানুয়ারি থেকে চলমান ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দুটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে ২য় ক্যাম্পাসের নির্মাণ কাজ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে, বানীভবন হল এবং ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টিও সামনে এসেছে। তবে তারা দাবি করেন, "যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে,"এই বিষয়টি এখনো পূরণ হয়নি।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, "শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরিভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা সংশোধিত বাজেট বা ২০২৫-২৬ বাজেটে অন্তর্ভুক্ত করে ইউজিসি-তে উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।" ফলে আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রেখে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্তে আমরা আগামী রোববার থেকে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি।তবে বিশেষ বিবেচনায়, রবিবার সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম না রাখার জন্য অনুরোধ করছি।

বিজ্ঞাপন

এতে হুশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের তৃতীয় দাবির বিষয়ে কোনো অগ্রগতি দেখা না যায়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।