জাতীয় সংকট নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস চান মুফতি ওয়াক্কাস
মুসলিম বিশ্ব আজ গভীর সংকটে নিমজ্জিত। ইসলাম বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ঈমান বিধ্বংসী নানা অপতৎপরতা চালাচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলোতে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে ইসলামের ইতিহাস-ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে। বিনষ্ট করা হচ্ছে ঐক্য, ভঙে দেওয়া হচ্ছে রাষ্ট্রের মেরুদণ্ড।
অপর দিকে কাদিয়ানিদের অপতৎপরতার পাশাপাশি সেবার নামে খ্রিস্টন মিশনারিগুলো ধর্মন্তকরণে লিপ্ত। তারা সাধারণ মানুষকে ঈমানহারা করার জন্য বহুমূখি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এমন সংকটময় মুহূর্তে দেশের সচেতন নাগরিক, আলেম সমাজ ও বিজ্ঞ রাজনীতিবিদরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। এ সংকট মোকাবেলার জন্য দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সময়ের এই সন্ধিক্ষণে ইসলাম ও মুসলিম জাতির এমন অধঃপতনে জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত থেকে মুক্তি পেতে দরকার সঠিক নেতৃত্ব, ঐক্যবদ্ধ প্রয়াস ও সময় উপযোগী সিদ্ধান্ত।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে পল্টনস্থ ভোজন রেস্তোরাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সংকট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এসব কথা বলেন।
তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি ফযজুল্লাহ, মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, মুফতি রেজাউল হক মজুমদার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমার ইরান, ন্যাপ ভাসানী মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, প্রিন্সিপাল বেলায়েত হোসেন ফিরোজী, মুফতি জাকির হোসাইন খান, মুফতি রেজাউল করিম, মাওলানা আলতাফ হোসাইন, আলহাজ্ব জামাল নাসের চৌধুরী, মাওলানা সুহাইল আহমদ ও নিজাম উদ্দীন আল আদনান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশ; ১৬০ কোটি মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। কোরআনের অবমাননা চলছে অহরহ। দেশে চলছে নানাবিধ ষড়যন্ত্র। যুব সমাজকে পঙ্গু করার জন্য মাদকের বিস্তার ঘটানো হয়েছে, প্রতিনিয়ত বেড়ে চলছে হত্যা-গুম ও ধর্ষণ। এ অবস্থা থেকে বাঁচতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।