হজরত খাদিজা রা.-এর নামে শারজায় নতুন মসজিদ

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শারজায় নতুন মসজিদ, ছবি: সংগৃহীত

শারজায় নতুন মসজিদ, ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজা সিটিতে সাইয়েদা খাদিজাতুল কোবরা নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করা হয়েছ।

সোমবার (৬ জানুয়ারি) সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজার শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি মসজিদটি উদ্বোধন করেন। আধুনিক ও ফাতিমীয় স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি উদ্বোধনের সময় তিনি একটি স্মারক ফলক উন্মোচন করেন।

বিজ্ঞাপন

মসজিদটি ৪৯ হাজার ৩৮৩ বর্গ মিটার এলাকাজুড়ে। মসজিদের অভ্যন্তরে নামাজ পড়তে পারবেন ১৪০০ পুরুষ এবং বাইরের অংশে নামাজ পড়তে পারবেন ১৩২৫ জন। এছাড়া অংশ নিতে পারবেন ১৪০ জন নারী।

মুসল্লিদের সুবিধার জন্য মসজিদে একটি লাইব্রেরি, মৃতদের গোসলের জন্য একটি ভবন, ওয়াটার স্টেশন, অজুর জায়গা, বিশ্রামাগার, ৫৯২টি গাড়ির পার্কিং স্থান রয়েছে। এছাড়া রয়েছে ইমাম ও মুয়াজ্জিনের জন্য সুপরিসর বাসস্থান।

বিজ্ঞাপন

উদ্বোধনের সময় মসজিদের সামাজিক গুরুত্ব, নির্মাণকারীর মর্যাদা ও পুরস্কারের কথা তুলে ধরেন শারজার ইসলাম বিষয়ক বিভাগের প্রচার ও ফতোয়া বিভাগের প্রধান শায়খ ড. সালেম আল-দুবি।

নতুন এই মসজিদটি একটি বিস্ময়কর স্থাপনা হিসেবে অভিহিত করা হয়েছে। কারণ আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে ফাতিমীয় খেলাফত আমলের স্থাপত্যের মিশ্রণ রয়েছে। সেই সঙ্গে মসজিদটির নামকরণ করা হয়েছে নবী মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রীর নামে।

হজরত খাদিজা রা.-এর নামে শারজায় নতুন মসজিদ, ছবি: সংগৃহীত

একটি বড় গম্বুজসহ ১৯০ মিটার লম্বা দুটি মিনার একং ছোট কয়েকটি গম্বুজ মসজিদটিকে এক আইকনিক স্থাপনায় পরিণত করেছে। বিশাল খোলা ময়দানের মাঝে সাদা রঙয়ের মসজিদটি যেকোনো দর্শককে অনেক দূর থেকে আকর্ষণ করে।

উল্লেখ্য, শারজায় অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। ২০২৩ সালে শারজা সিটির আল তারফায় রাসুলুল্লাহ (সা.)-এর দুধমাতা হালিমা আস-সাদিয়ার নামে একটি মসজিদ নির্মাণ করা হয়।

এর আগে ২০১৯ সালের রমজান মাসে একসঙ্গে ৩০টি নতুন মসজিদ উদ্বোধন করা হয় সংযুক্ত আরব আমিরাতের শারজায়। সরকারের ডিপার্টমেন্ট অব ইসলামিক অ্যাফেয়ার্স এসব মসজিদ নির্মাণ করেছে।