‘উমরা পালনের সুযোগ’, এমন প্রচারণা থেকে সাবধান

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উমরা পালনের ব্যাপারে সৌদি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো পত্র পাওয়া যায়নি, ছবি: সংগৃহীত

উমরা পালনের ব্যাপারে সৌদি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো পত্র পাওয়া যায়নি, ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে পবিত্র উমরা পালনের ব্যাপারে সৌদি সরকার থেকে এখনও আনুষ্ঠানিক কোনো পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (৫ অক্টোবর) উমরা পালন বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকার থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পাওয়া না গেলেও কতিপয় ব্যক্তি ও এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে উমরা পালনের বিজ্ঞাপন দিচ্ছেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌদি আরব থেকে পবিত্র উমরা পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে।

তার আগে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া উমরা পালনে ইচ্ছুকদের কারও সঙ্গে আর্থিক লেনদেন না করতেও অনুরোধ করা হয়।