জাবিতে ছয় দিনব্যাপী ‘নাট্যপার্বণ’ শুরু
‘কালের করাঘাতে জেগে উঠুক দ্রোহের লাল’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নাট্যপার্বণ।
রোববার (১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ। নাট্যপার্বণ চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।
এসময় জাহাঙ্গীরনগর থিয়েটারের পতাকা উত্তোলন করেন থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ফারহান সাকিব। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। পরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন থিয়েটারকর্মীরা।
উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ মল্লিক, সহ-প্রচার সম্পাদক ফজলে রাব্বী প্রমুখ।
ছয় দিনব্যাপী নাট্যপার্বণের শুরুর দিন রোববার( ১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাট্যদল তাড়ুয়ার পরিবেশনায় মঞ্চায়িত হবে নাটক ‘লেট মি আউট’। সোমবার সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় নাটক ‘দ্যা বেট’ মঞ্চস্থ হবে। মঙ্গলবার একই সময়ে একই স্থানে প্রাচ্যনাটের পরিবেশনায় নাটক ‘পুলসিরাত’, বুধবার আপস্টেজের পরিবেশনায় ‘রাত ভ'রে বৃষ্টি’, বৃহস্পতিবার নাট্যদল প্রাঙ্গনেমোরের পরিবেশনায় ‘ঈর্ষা’ মঞ্চস্থ হবে।
এছাড়া আগামী শুক্রবার জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রাক্তন ও বর্তমান নাট্যকর্মীদের পুনর্মিলনীর মাধ্যমে নাট্যপার্বণ শেষ হবে। এদিন গীতিকার ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুজজামানকে ‘গুণীজন’ সম্মাননা এবং আহম্মেদ কবীকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে।