লাল সন্ত্রাসের হুমকি: জীবনের নিরাপত্তা ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবি

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুমকিদাতাকে গ্ৰেফতারের দাবি/ছবি: সংগৃহীত

হুমকিদাতাকে গ্ৰেফতারের দাবি/ছবি: সংগৃহীত

লাল সন্ত্রাসী মেঘমল্লার বসু কর্তৃক দেওয়া 'লাল সন্ত্রাস ও সহিংসতার' হুমকি থেকে জীবনের নিরাপত্তা প্রার্থনা এবং হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল চারটায় দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সামলে সংবাদ সম্মেলন করেন কতিপয় শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবির শিক্ষার্থী এ বি জুবায়ের, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ , আব্দুর রহমান, আবিদ হাসান রাফি , মোহাইমিনুল ইসলাম। লিখিত বক্তব্যে পাঠ করে ঢাবি শিক্ষার্থী এ বি জুবায়ের।

আরবি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান রাফি বলেন, আমরা গতকাল লাল সন্ত্রাসী মেঘমল্লার বসুর ফেসবুক পোষ্টের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই। মেঘমল্লার বসু যে সহিংসতা ছড়িয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জীবন নিয়ে শংকায় ভুগছি। আমরা সবার কাছে বার্তা পৌঁছে দিতে চাই, এই অভ্যুত্থানের পরবর্তী কোন সন্ত্রাসকে আমার মেনে নিবো না।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে এ বি জুবায়ের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর গতকালের ফেসবুক পোস্টের মাধ্যমে বিরোধী মত দমনে রেড টেরর ও সহিংসতার হুমকি দেওয়া হয়। উক্ত পোস্টে তিনি 'সাল সন্ত্রাস' এবং রাজনৈতিক সহিংসতার প্রবর্তনের কথা বলেছেন, যা শিক্ষার্থীদের মধ্যে জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

এই পোস্টের প্রতিবাদে এবং মেঘমল্লার বসুর গ্রেফতারের দাবিতে গত রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এমতাবস্থায় আমরা আশঙ্কা করছি, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সংঘাত সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার একটি চক্রান্ত করা হচ্ছে, যা মেঘমল্লার বসুর পোস্টে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।

আজকের সংবাদ সম্মেলন থেকে এই ধরনের হুমকি এবং সহিংসতার বিরুদ্ধে শঙ্কিত শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের জীবনের নিরাপত্তা চেয়ে এবং লাল সন্ত্রাসী বসুকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে শাহবাগ থানায় আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে উক্ত হুমকিদাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করব।

ইন্ধনদাতা সহ সকল হামলাকারীকে গ্রেফতার করে কঠোর বিচারের মুখোমুখি করার দাবী জানাচ্ছি। একইসাথে ক্যাম্পাস এরিয়ায় নিকটবর্তী এলাকায় পুলিশি হামলার সাথে জড়িতদেরকেও কঠোর বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও জানান , শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ক্যাম্পাসের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।