বইমেলা শতভাগ ধূমপানমুক্ত রাখার দাবি
বইমেলা থেকে বই কিনে মানুষ নিজেদের জ্ঞানার্জনের পথ প্রসারিত করে। দেশি বিদেশি অনেক পর্যটকের পাশাপাশি কোমলমতি শিশুরা পিতামাতার সাথে মেলা প্রাঙ্গণে এসে শুধু বই সংগ্রহ করে। মেলার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তাদের মনের উপর প্রভাব বিস্তার করে। এধরণের জনসমাগমনস্থলে ধূমপানের স্থান কোনোভাবেই হতে পারে না দাবি করে বইমেলা প্রাঙ্গণ শতভাগ ধূমপান মুক্ত রাখার দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, ডাব্লিউবিবি ট্রাস্টসহ কয়েকটি সংগঠনের আয়োজনে 'একুশে বইমেলা প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত হোক' এই ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিশু, নারীসহ প্রায় ৩০ জন এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, সম্প্রতি বইমেলায় একজন প্রচ্ছদ শিল্পীর সাথে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে নাকি বইমেলায় স্মোকিং জোন হবে। এসবের জন্য আসলে আমরা প্রস্তুত নয়।
তিনি বলেন, সুইমিংপুলের একটা কর্নারে কেউ যদি মল ত্যাগ করে তাহলে সেটা পুরো সুইমিংপুলকেই নষ্ট করবে। তেমনি বইমেলায় ধূমপান করলে সেটা পুরো মেলাতেই ছড়াবে। বাচ্চারা যদি ধোঁয়ায় আসক্ত হয়, তারা অসুস্থ হয়ে পড়বে। আমরা চাই আগামী বইমেলায় যেন কোনো ধরণের স্মোকিং জোন করা না হয়। আগামীতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকেও শতভাগ ধূমপান মুক্ত করার দাবিও জানা তিনি।
ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প বিষয়ক সম্পাদক শুভ কর্মকার বলেন, মেলা প্রাঙ্গণে অনেক নারী ও শিশুরা আসেন যারা ধূমপান করেন না। তাদেরকে রক্ষা করতে এসব জমায়েত তথা মেলা প্রাঙ্গণ, খেলাধুলা ইত্যাদিতে ধূমপান করা যাবেনা। কোনোভাবেই আমরা মেলা প্রাঙ্গণে স্মোকিং জোন রাখার পক্ষে না। সারা বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের একই বক্তব্য।