বাদ আসর বুয়েট মসজিদে আবরারের জন্য দোয়া মাহফিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দোলন করছেন শিক্ষার্থীরা, ছবি: সুমন শেখ

আন্দোলন করছেন শিক্ষার্থীরা, ছবি: সুমন শেখ

বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ আসর দোয়া মাফিলের করবেন আন্দলোনকারীরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় অবস্থান কর্মসূচি থেকে দোয়া মাহফিলের ঘোষণা দেন তারা।

আন্দলোনকারীরা বলেন, ‘নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় আসরের নামাজের পর বুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে।’

বিজ্ঞাপন

সবাইকে দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে অবস্থান কর্মসূচিস্থলে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী একটি নাটক মঞ্চায়ন করেন। এ সময় তারা নাটকের মাধ্যমে আবরার হত্যার চিত্র তুলে ধরার চেষ্টা করেন।

বিজ্ঞাপন
Abrar Fahad
আন্দোলন করছেন শিক্ষার্থীরা, ছবি: সুমন শেখ



উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী। 

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দাযের করেন। এ মামলায় ১২ আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৫ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ১৩ জনই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া বৃহস্পতিবার সকালে এ মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সমালোচিত অমিতের নাম মামলার এজাহারে নেই। 

আরো পড়ুন: 

আবরার হত্যা: শিক্ষার্থীদের প্রকাশিত ভিডিও ফুটেজে যা দেখা গেল

 বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

আবরার হত্যা: বুয়েট ছাত্রলীগের সা.সম্পাদকসহ বহিষ্কার ১১

আবরার হত্যা: ১০ আসামি ৫ দিনের রিমান্ডে

আবরার হত্যা: আরও ২ ছাত্রলীগ নেতা আটক

আবরার হত্যা: সন্দেহভাজন ছয়জন, আটক ৪

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজে ১৮ জন শনাক্ত

আবরারের শেষ ফেসবুক স্ট্যাটাস!
আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে কালো পতাকা মিছিল

আবরার হত্যাকাণ্ড: আসামি জেমির বাবা-মা কারও সঙ্গে কথা বলছেন না

ছাত্র রাজনীতি নিষিদ্ধে একমত নয় ছাত্রলীগ

আবরার হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায় জাতিসংঘ

আবরার হত্যা: আসামিপক্ষের আইনজীবীকে বহিষ্কার করল বিএনপি

কুষ্টিয়ায় আবরারের বাড়িতে যাচ্ছেন বুয়েট ভিসি

‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল বুয়েট ক্যাম্পাস

আবরার হত্যার প্রতিবাদে জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

আবরার হত্যার ঘটনায় যুক্তরাজ্য বিস্মিত