পরীক্ষায় না বসেই পাস বেরোবির ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও তাকে পাস করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী অভিযুক্ত সুরাইয়া ইয়াসমিন ঐশী। ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক তিনি। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন ঐশী। গত ১৬ জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকেই পলাতক রয়েছেন ছাত্রলীগের এই নেত্রী।

সহপাঠীরা বলছেন, ছাত্রলীগ নেত্রী ঐশীকে ছাড়াই গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় না বসেও ফলাফল আসে ঐশীর। সেখানে ২৫ নম্বরের মধ্যে তিনি পান ১৬ নম্বর। এ ঘটনায় আলোচনায় আসেন তিনি।

বিজ্ঞাপন

গণমাধ্যমে এ তথ্য প্রচার হলে বেরোবি ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা- সমালোচনা ঝড়। এরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন কর্তৃপক্ষ।

যেখানে কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। এই তদন্ত কমিটিকে অবিলম্বে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি কোর্স টিচার অধ্যাপক ড.রুহুল আমীন। তদন্ত কমিটিকেই জবাব দিবেন বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা এই প্রসঙ্গে কথা না বললেও গণিত বিভাগের ওই ব্যাচের সিআরের দেওয়া পরীক্ষার নোটিশ থেকে জানা যায়, গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২ ডিসেম্বর। তবে সেখানে তিনি উপস্থিত ছিলেন না।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, বিভিন্ন সংবাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন তিনি। এর ভিত্তিতে তদন্ত কমিটি করা হয়েছে। অপরাধী যেই হোক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বিষয়টি জানতে ছাত্রলীগ নেত্রী ও শিক্ষার্থী ঐশীকে একাধিকবার ফোন দিয়েও নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।