ইবিতে বাস ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের হাতাহাতি
মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করায় এসবি সুপার ডিলাক্সের বাস আটকায় শিক্ষার্থীরা। এসময় বাস ভাঙচুর করতে গেলে সমন্বয়করা বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
বুধবার (২২ জানুয়ারি) ম্যধরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ছাত্রের পা কেটে যায়। আহত ছাত্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান। পরে রাত দেড়টার দিকে গাড়ি ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বায়োটেকনোলজি বিভাগের ১৪-১৫ জনের মতো শিক্ষার্থী বাসে ওঠে। এ সময় গাড়ির সুপারভাইজার সব শিক্ষার্থীকে গাড়ি থেকে নেমে যেতে বলে। এতে বায়োটেকনোলজির শিক্ষার্থীরা তাদের নামিয়ে দেয়ার কারণ জানতে চায়। এ সময় সুপারভাইজার ‘আপনারা বাসের পরিবেশ নষ্ট করেছেন, আপনাদের নেবো না’ বলে বাস ছেড়ে দেয়ার প্রস্তুতি নেয়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা বলেন, আপনি কোথা দিয়ে যাবেন? এতে সুপারভাইজার ‘ক্যাম্পাসের সামনে দিয়েই যাবো, আপনারা যা পারেন কইরেন’ বলে চলে যায়। অথচ ক্যাম্পাসেরই আরও ১২-১৩ জন শিক্ষার্থী তখন বাসে ছিল এবং তাদেরকে নিয়ে যায়। তবে আমাদের নিতে আপত্তি জানায় সুপারভাইজার।
পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তার সহপাঠীদের খবর দিলে তারা গিয়ে বাস আটকায়। এ সময় কিছু শিক্ষার্থী বাস ভাঙচুর করে। ভাঙচুরের সময় এক শিক্ষার্থীর পা কেটে যায়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গাড়ি ভাঙচুরে বাধা দিলে ভাঙচুরকারী শিক্ষার্থীরা তাদের ওপর চড়াও হয়। এ সময় সমন্বয়ক ও ভাঙচুরকারীদের মাঝে হাতাহাতি হয়।
ভাঙচুরের ঘটনায় আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, তেমন কোনো সিরিয়াস ইনজুরি হয়নি তবে ,অনেক রক্তক্ষরণ হয়েছে। এমন আঘাত ধারালো কিছুতে হতে পারে। আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। তারপর ব্লিডিং বন্ধ হয়। তবে ক্ষতস্থানের মধ্যে গ্লাসের টুকরা থাকতে পারে। তাই আমরা ভালোভাবে মূল্যায়নের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনা জানার পর পরই আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা বাস ভাঙচুর করেছে এ বিষয়ে আগামীকাল তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।