বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ১৮ জনকে শনাক্ত করা হয়েছে।
এ হত্যাকাণ্ডে আরও পাঁচ-ছয় জন যুক্ত আছেন বলে দাবি করেছেন নিহত আবরার ফাহাদের মামাতো ভাই আবু তালহা রাসেল। তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ চাইলে হল প্রোভোস্ট বলেছেন, এই ফুটেজ থানা থেকে দেওয়া হবে।
বিজ্ঞাপন
আবু তালহার সঙ্গে কথা বলে জানা যায়, হত্যা মামলা দায়ের করতে আবরারের বাবা এখন চকবাজার থানায় অবস্থান করছেন।
বিজ্ঞাপন
মামলা দায়েরর পর বুয়েট কেন্দ্রীয় মসজিদে সন্ধ্যা সাড়ে ৭টায় আবরারের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেবেন আবরারের স্বজনরা।
আববার হত্যার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন চকবাজার মেট্রোপলিটন থানার ডিসি আবু মুনতাসীর।
রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই–বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার ছয় জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চারজন বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী নেতা।
আটকরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য-গবেষণা সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার এবং ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেফতাহুল ইসলাম জিয়ন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।
এছাড়া আটক বাকি দুই জনের বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য জানায়নি পুলিশ।
চট্টগ্রামের রাউজানে মসজিদে নামাজের জন্য যাওয়ার পথে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ম্যানেজার আব্বাস গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়ার নিরামিষ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক এবং আসাদগঞ্জে শুঁটকির ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে জাহাঙ্গীর মোটরসাইকেলে নামাজে যাচ্ছিলেন, আব্বাস তার পেছনে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে প্রথমে তাকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পরে গুলি করে হত্যা করে। আব্বাস গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের দাবি অনুযায়ী তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, , গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গা মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য ঘটনার কথা শোনা যায়। যারা এই কাজগুলো করে তাঁরা এ দেশের মানুষের শত্রু। তাঁরা ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী। আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কাজ আমরা করবো না। ন্যায়ের পাশে, ইনসাফের পাশে আমরা যতোদিন আছি ততোদিন আপনারা আমাদের সাথে থাকবেন। মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল তাঁরা ক্ষমতা থেকে সরে গেলে একদিনেই তাঁদের ৫ লক্ষ নেতাকর্মীকে খুন করা হবে। জামায়াত নাকি এই খুন করবে। কিন্তু গত ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত জামায়াত ইসলামের নেতৃত্বে কোথাও কোন খুনের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ খুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক।’
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
শফিকুর রহমান বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ এ দেশের মালিক হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। অথচ বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। এ দেশে কেউ মেজরিটি আর কেউ মাইনরিটি নয়। সবাই সমান। সকল ধর্মের মানুষ সমান। বিগত ৫৩ বছরের ইতিহাস দেখেন কারা সংখ্যালঘুদের জমি দখল করেছে। কারা তাদের ভিটেমাটিতে আগুন দিয়ে তাঁদের উচ্ছেদ করেছে। এই ইতিহাস সবাইকে জানাতে হবে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের সমর্থন প্রত্যাশা করে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এ দেশের মানুষের জন্য দুর্ভিক্ষ ছাড়া আর কি উপহার দিতে পেরেছে। একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বাসন্তিকে জাল পড়িয়ে এদেশের ইজ্জত বহির্বিশ্বে নষ্ট করেছে। বিগত ১৬ বছরে তাঁরা এ দেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। অথচ যা কিছুই ঘটে, যা চুরি হয় কেষ্ট ব্যাটায় চোর বলে হাজির করা হয়েছে। বিগত সময়ে জামায়াতে ইসলামীকে চোর হিসেবে আওয়ামী লীগ হাজির করেছে।
তিনি আরও বলেন, আমরা এই কর্মী সম্মেলন থেকে দেশবাসীকে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে এ দেশের মানুষ নিরাপদ। এ দেশের সম্পদ নিরাপদ। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশয় না দেই।
পিলখানার হত্যাকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিড়াইবাড়ী সীমান্তে বিডিআর ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে ভারতীয় বাহিনীর পরাজয়ের প্রতিশোধ হিসাবে পিলখানার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফ্যালানি হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার দুর্বল ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে করতে পারেনি। এসব হত্যাকাণ্ডের প্রতিটির বিচার হবে। খুনিদের কোন মাফ নাই। আমরা বাংলাদেশে যত অন্যায় ভাবে যত মানুষকে খুন করা হয়েছে তার প্রত্যেকটির বিচার চাই।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সকাল ৯টায় কর্মী সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও গতকাল বিকেল থেকে এবং আজ শুক্রবার সকালে ফজরের নামাজের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা সম্মেলনস্থলে আসতে শুরু করে। সকাল ১১ টার মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পরে সরকারি কলেজ মাঠে স্থান না পেয়ে নেতাকর্মীদের অনেকে কুড়িগ্রাম মার্কাস মসজিদ, জজ কোর্ট এলাকা ও কলেজ মোড়ের বিভিন্ন মাঠে থেকে জামায়াতে ইসলামের আমীরের বক্তব্য শোনেন। এসময় কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার জামায়াতে ইসলামের আমির উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম প্রমুখ।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তার ছেলে তারেক রহমানের বাসায় যাবেন। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পাবেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে (লন্ডন সময়) সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক হয় এবং রিপোর্টগুলো প্রত্যাশা অনুযায়ী আসে ... ইনশাল্লাহ ম্যাডামের (খালেদা) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার চিকিৎসকরা এখনও ছাড়পত্র দিতে পারেননি, কারণ আজ কিছু অতিরিক্ত পরীক্ষা করা হচ্ছে ... আজ সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।’
জাহিদ বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও বিএনপি চেয়ারপারসন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন, কারণ তারা মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের মেডিকেল প্রটোকল অনুসরণ করে তাকে (খালেদা জিয়া) চিকিৎসা দেওয়া হবে। তিনি মোটামুটি এখন অনেক ভালো বোধ করছেন, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। লিভার প্রতিস্থাপনের বিষয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য স্বাস্থ্য জটিলতার পাশাপাশি তার বয়স এবং তার লিভারের রোগের তীব্রতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
তাকে আরও আগে বিদেশে নিয়ে আসা হলে হয়তো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতেন। চিকিৎসকরা বলছেন, আগে ব্যবস্থা নিলে ভিন্ন ফল পাওয়া যেত।
জাহিদ বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে মূলত একমত হয়েছেন।কিছু পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি এবং কিছু নমুনা আরও বিশ্লেষণের জন্য প্রেরণ করা হয়েছে। ‘এসব ফলাফলের ওপর ভিত্তি করে তার ভবিষ্যতে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তারেক রহমানের বাসায় অবস্থানকালে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা সমন্বয় করবে।
তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়া ও তার পরিবার।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও অনন্য এক কৃষিজ পণ্য হলো ‘ভান্ডারি মুলা’। এটি শুধুমাত্র হালদা নদীর চরের বালুমাটিতে চাষ হয় এবং স্থানীয়ভাবে বিশেষ চাহিদার কারণে এটি কৃষি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের ওরশ শরীফ উপলক্ষে এই মুলার উৎপাদন এবং ব্যবহারের বিশেষ পরিচিতি সৃষ্টি করেছে।
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের সঙ্গে ভান্ডারি মুলার একটি ঐতিহাসিক সংযোগ রয়েছে। এখানে প্রতি বছর মাঘ মাসে অনুষ্ঠিত ওরশ শরীফে মুলাটি বিশেষভাবে তবরুক হিসেবে ব্যবহৃত হয়। হযরত গাউছুল আজম মাইজভান্ডারির (ক.) দরবারে মাংস মুলার তবরুকের প্রচলন রয়েছে, যা ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়।
বিশাল আকার ও বিশেষ বৈশিষ্ট্য:
ভান্ডারি মুলার অন্যতম বৈশিষ্ট্য হলো এর আকার ও ওজন। প্রতিটি মুলার দৈর্ঘ্য প্রায় দুই থেকে তিন হাত এবং ওজন ৩ থেকে ১৫ কেজি পর্যন্ত হয়। এটি ‘জাপানি হাইব্রিড তাসাকিসান’ মুলা নামে পরিচিত। কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন জানান, চলতি মৌসুমে মুলাগুলোর ওজন ২ থেকে ১০ কেজি পর্যন্ত হয়েছে। এর নরম ও মিষ্টি স্বাদ, বিশাল আকৃতি এবং বিশেষ পুষ্টিগুণ ভক্ত ও ক্রেতাদের আকৃষ্ট করে।
ভান্ডারি মুলার চাষাবাদ শুরু হয় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে। হালদা নদীর চরাঞ্চলের উর্বর মাটি এবং জৈব সারের ব্যবহার এর উৎপাদনশীলতাকে বাড়িয়ে দেয়। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, চরের মাটি অত্যন্ত উর্বর এবং উৎপাদিত ফসল অত্যন্ত পুষ্টিকর। চলতি বছর ভান্ডারি মুলার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এ মুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
বাজারজাতকরণ ও চাহিদা:
ভান্ডারি মুলার চাহিদা স্থানীয় বাজারে অত্যন্ত বেশি। এক একটি মুলার দাম ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত হয়। ফটিকছড়ির ওরশ শরীফে আসা ভক্তরা নিয়ত করে এই মুলা কিনে থাকেন। এটি শুধু খাদ্য নয়, বরং আত্মীয়-স্বজনদের মাঝে বিলি করার একটি উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়। বিক্রেতারা জানান, মাঘ মাসের মেলায় মুলার বিক্রি দ্বিগুণ হয়। এ বছর কৃষক ও বিক্রেতারা মুলার চাহিদা দেখে আশান্বিত।
পুষ্টিগুণ:
ভান্ডারি মুলা শুধুমাত্র আকারে নয়, পুষ্টিগুণেও অনন্য। এটি ভিটামিন সি, ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি উৎকৃষ্ট উৎস। এটি হজমশক্তি উন্নত করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, ভান্ডারি মুলা একটি স্বাস্থ্যকর খাদ্য উপাদান হিসেবে বিবেচিত।
ঐতিহ্য ও ধর্মীয় সংযোগ:
ভান্ডারি মুলা শুধু একটি সবজি নয়, এটি ফটিকছড়ির মানুষের ঐতিহ্য এবং ধর্মীয় আবেগের প্রতীক। মাইজভান্ডার দরবার শরীফের ওরশ শরীফে মুলার ব্যবহার একটি ধর্মীয় আচার। ভক্তরা এটি তবরুক হিসেবে গ্রহণ করেন এবং নিয়ত পূরণে এটি খান। এটি স্থানীয় জনগণের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
ভান্ডারি মুলা চাষে কৃষকদের অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। কৃষক মোহাম্মদ শফিক জানান, আমি গত চার বছর ধরে ভান্ডারি মুলা চাষ করছি। চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে। গতবারের তুলনায় এ বছর মুলার দামও বেশ ভালো। এ মুলা চাষে আমাদের পরিবার ভালোভাবেই লাভবান হচ্ছে।
বিক্রেতা মোহাম্মদ আজিজ বলেন, আমরা সারা বছরই অপেক্ষা করি মাঘের মেলার জন্য। কারণ এ সময় মুলার বিক্রি অনেক বেড়ে যায়। এবার আমরা দ্বিগুণ পরিমাণ মুলা এনেছি এবং এর বেশিরভাগই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা:
ভান্ডারি মুলার চাষাবাদে চ্যালেঞ্জও রয়েছে। হালদা নদীর পানিদূষণ এবং প্রাকৃতিক পরিবেশের অবনতি মুলার উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তবে স্থানীয় প্রশাসন ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এই মুলার চাষকে আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে সমন্বয় করলে এটি আরও লাভজনক হয়ে উঠবে।
ভান্ডারি মুলা হালদা নদীর চরের একটি অনন্য ফসল, যা স্থানীয় কৃষকদের জীবিকা এবং ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। এর বিশাল আকার, পুষ্টিগুণ এবং ঐতিহ্যবাহী গুরুত্ব এটিকে চট্টগ্রাম অঞ্চলের একটি বিশেষ কৃষিজ পণ্য হিসেবে তুলে ধরেছে। সঠিক যত্ন, গবেষণা এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে এর উৎপাদন ও জনপ্রিয়তা আরও বাড়ানো সম্ভব। এটি শুধু ফটিকছড়ি নয়, বরং সারা দেশের মানুষের কাছেও একদিন পরিচিত হয়ে উঠবে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ভান্ডারি মুলার সঠিক পরিচর্যা ও উর্বর মাটির কারণে চলতি বছর এর বাম্পার ফলন হয়েছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছি যাতে তারা এই মুলার উৎপাদন আরও বাড়াতে পারেন। ভবিষ্যতে এই মুলা রফতানির সম্ভাবনাও রয়েছে।