খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে: মান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না/ ছবি: বার্তা২৪.কম

বিএনপি নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘কাল যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে না পারে, তাহলে জনতার আদালতে দাঁড়াতে হবে। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির মানে এক। যদি খালেদা জিয়া মুক্তি পান, তাহলে গণতন্ত্র মুক্তি পাবে। যদি গণতন্ত্র মুক্তি পায়, তাহলে খালেদা জিয়া মুক্তি পাবেন।’

রোববার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে চেতনা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা এই ক্ষমতার হকদার না। সরকার ও পুলিশ প্রশাসন মিলে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে ডাকাতি করে ক্ষমতায় এসেছে।’

তিনি বলেন, ‘আজ যদি বিএনপি নেতাকর্মীদের মামলা তুলে নেওয়া হয়, তাদের ওপরে হামলা না হয়, তাহলে দেখবেন এই সরকার নেই।’

বিজ্ঞাপন

মানববন্ধ‌নে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন,‌ জাহাঙ্গীর আলম প্রমুখ।