জাতীয় পার্টি

জিএম কাদের পুনরায় কো-চেয়ারম্যান

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গোলাম মোহাম্মদ কাদের/ ছবি: সংগৃহীত

গোলাম মোহাম্মদ কাদের/ ছবি: সংগৃহীত

গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এক সাংগঠনিক নির্দেশনায় জিএম কাদেরকে পুনরায় জাপার কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বিজ্ঞাপন

পুনর্বহালের বিষয়ে কথা বলতে জিএম কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/04/1554387701534.gif

তেরো দিনের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন হুসেইন মুহম্মদ এরশাদ। যে ছোটো ভাইকে ব্যর্থ উল্লেখ করে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, তাকেই আবার স্বপদে বহাল করলেন।

গত ২২ মার্চ তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এরশাদ। কেউ কেউ মনে করেন, উত্তরের নেতাদের গণপদত্যাগের হুমকিতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। রংপুর বিভাগের নেতারা কাদেরকে পুনর্বহালের দাবিতে আল্টিমেটাম দেন ৫ এপ্রিল পর্যন্ত।

দলের কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরের দিন জাতীয় সংসদে বিরোধীদলের উপনেতার পদ থেকেও জিএম কাদেরকে সরিয়ে দেন এরশাদ।