নিশো-তিশা’র ‘লালাই’

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

আফরান নিশো এবং তানজিন তিশা

আফরান নিশো এবং তানজিন তিশা

আফরান নিশো এবং তানজিন তিশা, একইসঙ্গে কাজ করেছেন বেশ কিছু, করছেন এখনও।

সেসব বেশ উৎসাহভরেই গ্রহণ করেছে দর্শক।

এবার কাজ করলেন ওয়েব প্ল্যাটফর্মে।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/20/1534715099249.jpg
নিশো, তিশা এবং আরিত্রা

ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব টিভিতে মুক্তি পাচ্ছে লালাই

এটি আনিসুর বুলবুলের গল্পে নির্মিত নাটক।

তিনি বলছেন-

বিজ্ঞাপন

‘লালাই’ আমার প্রিয় গল্পগুলোর একটি। ঈদে দর্শকরা গল্পকে বাস্তবচিত্রে দেখতে পারবেন। সকলের ভালো লাগলেই লেখকের স্বার্থকতা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/20/1534715194183.jpg
আনিসুর, নিশো এবং বান্নাহ

নাটকটির নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

তিনি বলছেন-

ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে লালাই। একটি কোরবানির গরুকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকেরা জাজ করবে।

আফরান নিশো ও তানজিন তিশা অভিনয় করেছেন লালাই’-এর কেন্দ্রীয় দুই চরিত্রে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/20/1534715328214.jpg
নিশো : নাটকের একটি দৃশ্যে

নাটকটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রকি খান, সাগর হুদা, সিয়াম নাসির ও শিশুশিল্পী আরিত্রা।

লালাইপ্রসঙ্গে আফরান নিশো বলছেন-

গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব একটা এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে। আমি বিশ্বাস করি দর্শকদের গভীর ভাবে নাড়া দেবে নাটকটি।

আরও পড়ুনঃ

প্রিয়াঙ্কার বাগদান, কাঁদলেন আলিয়া

‘আমার এ মন’ আসছে কাল

জন্মদিনে ববির স্বীকারোক্তি, সঙ্গে নতুন নায়ক