আয়ে শ্রদ্ধা-রাশমিকাকে পেছনে ফেলেছেন যে অভিনেত্রী!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাশমিকা মান্দানা, মমিতা বৈজু ও শ্রদ্ধা কাপুর

রাশমিকা মান্দানা, মমিতা বৈজু ও শ্রদ্ধা কাপুর

২০২৪ সালে ভারতীয় অভিনেত্রীদের তালিকায় সবচেয়ে সফল দুই নাম রাশমিকা মান্দানা ও শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ভারতীয় সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে রাশমিকা ‘পুষ্পা ২’। অন্যদিকে হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে ব্যবসা করেছে শ্রদ্ধার ‘স্ত্রী ২’। তবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লেও সর্বোচ্চ লাভের মুখ দেখেছে, সেই তালিকায় কিন্তু এই দুই অভিনেত্রীকে ছাড়িয়ে গেছেন অন্য একজন অভিনেত্রী।

তিনি মমিতা বৈজু। মুনাফার বিচারে গত বছরের সবচেয়ে সফল ভারতীয় সিনেমা ‘প্রেমালু’। মালয়ালম এ সিনেমা বড় বাজেটের কোনো সিনেমা নয়, এর বাজেট ছিল মাত্র তিন কোটি রুপি। তা সত্ত্বেও এটি বড় বাজেটের তারকাবহুল সব সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রেমালু’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে তেমন আলোচনা ছিল না। রোমান্টিক সিনেমাটির পাত্র–পাত্রীরা সব নতুন, ফলে মুক্তির আগে তেমন আলোচনা ছিল না। কিন্তু মুক্তির পর রীতিমতো বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি।

মমিতা বৈজু

তরুণদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় গিরিশ এ ডির সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রেমালু’ হয়ে ওঠে বহুল চর্চিত এক নাম। মাত্র তিন কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল ‘প্রেমালু’ সিনেমাটি! আর মুক্তির পর অল্প বাজেটের এ সিনেমাটি বক্স অফিসে ১৩৬ কোটি রুপি ব্যবসা করে। বাজেটের ৪৫ গুণ মুনাফা করেছে সিনেমাটি। যা পারেনি অন্য কোনো সিনেমা।

বিজ্ঞাপন

তাই মুনাফার বিচারে ‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’-এর মতো বড় সিনেমাকে পেছনে ফেলেছে এটি। খরচ বাদ দিয়ে মুল আয়ের দিক থেকে এটি রীতিমতো রেকর্ড।

‘প্রেমালু’ সিনেমা অভিনয় করেন নাসলেন ও মমিতা বৈজু। মুক্তির পর এ দুজন রীতিমতো তারকা হয়ে উঠেছেন। অভিনয়শিল্পীরা কেউ সেভাবে পরিচিত না হলেও সিনেমার অন্যতম প্রযোজক মালয়ালম তারকা ফাহাদ ফাসিল। এ সিনেমার পর মমিতা বৈজু এখন ব্যাপক আলোচনায়। জানা যাচ্ছে, একের পর এক সিনেমার অফার পাচ্ছেন অভিনেত্রী। নতুন বছরে হাতে নিয়েছেন বেশ কিছু কাজ।

‘পুষ্পা ২’ ও ‘স্ত্রী ২’র দৃশ্য

২০১৭ সালে ‘সারভোপারি পালাক্কারান’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মমিতা বৈজুর। অভিনেত্রী মূলত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেন। মমিতা বৈজু ‘সুপার শারায়ানা’ ‘অপারেশন জাভা’ ,ডাকিনী, স্কুল ডায়েরী সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেও তেমন কোনও পরিচিতি পান নি। তবে ২০২৪ সালে তার অভিনীত ‘প্রেমালু’ দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। রেণু চরিত্রে অসাধারণ অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করছে নিয়েছেন তিনি ।