কোরিয়ান ড্রামার সঙ্গে যুক্ত হলেন মিথিলা
সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান নাটকগুলির মধ্যে একটি, ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। না, এই নাটকে পর্দায় তাকে অভিনয় করতে দেখা যাবে না। তবে তিনি অভিনয় করবেন এই নাটকে!
খোলাসা করে বলা যাক। নাটকটির বাংলা ডাবিং করা হবে। আর তাতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বাচিক অভিনয় (কণ্ঠ) করতে রাজী হয়েছেন মিথিলা। বার্তা২৪.কমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। মিথিলা বার্তা২৪.কমকে আরও বলেছেন, ‘আমি শুধুমাত্র কাজটি করার ব্যাপারে সম্মতি দিয়েছি। তবে কাজ এখনো শুরু হয়নি। আমি এখন বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো। তখন বিস্তারিত অভিজ্ঞতা শেয়ার করতে পারবো।’
মিথিলা বার্তা২৪.কমকে আরও বলেন, ‘আমি এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রের জন্য ডাবিং করেছি। কাজটি করতে আমার বেশ মজা লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। কিন্তু কখনোই অন্য কারও জন্য ডাবিং করিনি। ফলে এই কোরিয়ান ড্রামায় ডাবিং করার অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন হবে। কারণ ভয়েস আর্টিস্টদের কাজটা সহজ নয়। শুধু সংলাপ বললেই হয় না। ঠোট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করা, এসব ব্যাপারে নজর রাখতে হয়। হলিউড বলিউডের বড় বড় তারকারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন। যেমন, শাহরুখ খান সম্প্রতি হলিউডের অ্যানিমেটেড মুভি মুফাসাতে কণ্ঠ দিয়ে দারুণ সফলতা পেয়েছেন।’
‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অণ্যরকম জায়গা করে নিয়েছে। এবার সেই নাটকের বাংলা ডাবিং-এর দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি, যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা।
খালিদ হোসেন অভি তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘‘রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সাথে রয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বহুল প্রত্যাশিত বাংলা ডাব-এ উগ্র এবং শক্তিশালী ডঃ ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান দ্বারা চিত্রিত হয়েছে।’’
মিথিলার ভক্তরা তাদের প্রিয় তারকাকে এমন একজন বিশিষ্ট চরিত্রে কণ্ঠ দিতে দেখে উচ্ছ্বসিত নিঃসন্দেহে। তবে এই সিরিজে আর কে কে কণ্ঠ দেবেন তা এখনো প্রকাশ করেননি প্রযোজক।