বাংলাদেশকে ভোগানো মেন্ডিসই আইসিসির মাসসেরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে বাংলাদেশকে বেশ ভুগিয়েছিলেন কামিন্দু মেন্ডিস। সিলেট টেস্টের দুই ইনিংসেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তার পুরস্কার হিসেবেই আইসিসির মার্চের মাসসেরার পুরস্কার উঠল তার হাতে।

প্রবাথ জয়সুরিয়া এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার পর তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে মাসসেরার পুরস্কার জয় করেছেন এই কামিন্দু। পুরস্কারের প্রতিক্রিয়ায় আইসিসিকে তিনি বলেন, ‘আইসিসির মাসসেরার পুরস্কার পেয়ে আমি অত্যন্ত খুশি। এটা আমারত আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

বছর দুয়েক পর শ্রীলঙ্কার জাতীয় দলে ফিরেই বাজিমাত করেছেন কামিন্দু। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৬৮ রান করে মাস শুরু করেছিলেন। তবে সিলেট টেস্টে তার পারফরম্যান্সই পুরস্কারের মূল প্রভাবক হিসেবে কাজ করেছে।

সিলেট টেস্টে জোড়া সেঞ্চুরিতে অনন্য এক রেকর্ড গড়েন কামিন্দু। টেস্ট ক্রিকেটে ব্যাটিং অর্ডারে সাত বা তার নিচে ব্যাট করাদের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।