ধীরগতির সেঞ্চুরি, কোহলিকে পাকিস্তান ক্রিকেটারের খোঁচা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। পাঁচ ম্যাচেই তার রান ৩১৬। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। সবশেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭২ বলে অপরাজিত ১১৩ রান এসেছে তার ব্যাট থেকে। যদিও শেষ পর্যন্ত সেটিকেই বলা হচ্ছে তাল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হারের কারণ হিসেবে। যা নিয়েই এবার কোহলিকে খোঁচা দিয়েছেন পাকিস্তানের পেসার জুনায়েদ খান।

এদিন কোহলি সেঞ্চুরি পেলেও হেরে গেছে তার দল। এমনিতেও খুব একটা ভালো অবস্থানে নেই আরসিবি। পাঁচ ম্যাচ শেষে জয় মাত্র ১টিতে। তাই রান পেলেও বিরাট কোহলির ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছেই।

বিজ্ঞাপন

এদিন সেঞ্চুরি হাঁকাতে ৬৭ বল খেলতে হয়েছে কোহলিকে। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীরগতির। এর আগে ২০০৯ সালে মানীষ পাণ্ডেও ৬৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলে। এতদিন সেটিই ছিল ধীরগতির। লম্বা সময় পর সেই রেকর্ড এখন কোহলিও।

যা নিয়েই তাকে খোঁচা দিয়েছে পাকিস্তানের পেসার জুনায়েদ খান। এক্সে তিনি লিখেছেন, ‘বিরাট কোহলিকে স্বাগতম, আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করায়।’

ম্যাচে কোহলির স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগও। তিনি বলেন, ‘বিরাট স্ট্রাইক রেট আরও বাড়তে পারত। যখন ৩৯ বলে ফিফটি করেন, এরপর আপনার স্ট্রাইক রেট দুই শর কাছাকাছিও যেতে পারে। তবে অন্য ব্যাটসম্যানরা কিছু করতে পারেনি। সব চাপ ছিল কোহলির ওপর।’