সেঞ্চুরি আক্ষেপ নিয়ে ফিরলেন মালান, ইংল্যান্ডকে টানছেন স্টোকস

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেমির রেস থেকে আগেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড। শঙ্কায় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও। এই অবস্থায় বিশ্বকাপের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের শুরুটাও হয়েছে বেশ। পাওয়ার প্লেতে ১ উইকেট খরচায় ৭০ রান তোলার পর সেঞ্চুরির পথে ছিলেন ডেভিড মালান। তবে শেষ পর্যন্ত আক্ষেপ সঙ্গী করে ৮৭ রাসে উইকেট ছাড়তে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট খরচায় ১৬৩ রান। উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেন স্টোকস ও হ্যারি ব্রুকস।

পুনেতে এদিন ব্যাট হাতে শুরু থেকেই ডাচদের ওপর চড়াও হয় ইংলিশ ওপেনাররা। তবে ইনিংসটাকে লম্বা করতে পারেননি জনি বেয়ারস্টো। ব্যক্তিগত ১৫ রানে ফিরতে হয় তাকে। এরপর থিতু হয়ে ফিরেন জো রুট।

দলকে টানছিলেন ডেভিড মালান। সেঞ্চুরির পথেও ছিলেন। তবে শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়ে আফসোস সঙ্গী করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এরপর উইকেটে এসে স্টোকসের সঙ্গে জুটি গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রুকস।