কিউইদের সাবধানী শুরু

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসরে নিজেদের আগের তিন ম্যাচের প্রত্যেকটিতেই ব্যাট হেসেছে কিউইদের। তারই ধারা বজায় রাখতে এদিনও দেখেশুনেই শুরু করেছন ওপেনাররা। তবে এদিন তাদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি আফগান বোলাররা। প্রথম পাওয়ারপ্লেতে কিউইরা হারিয়েছে এক উইকেট, রানও তুলেছে বেশ ধীর গতিতেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান। 

তবে নিউজিল্যান্ডকে শুরুতেই চাপে ফেরতে পারতেন আফগানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ফজলহক ফারুকির বল উইল ইয়াংয়ের ব্যাটের কানায় লাগলে সেটিকে তালুবন্দি করতে পারেননি প্রথম স্লিপে থাকা রহমত শাহ। সেখান থেকে ইয়াং কিছুটা দেখেশুনে খেলতে থাকেন। তবে আরেক প্রান্তে সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। তবে তাকে বেশিক্ষণ থিতু হতে দেননি আফগানরা। দলীয় ৩০ রানের মাথায় কনওয়েকে (২০) ফেরান মুজিব উর রহমান।

বিজ্ঞাপন

প্রাথমিক চাপ সামলে টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা রাচিন রবীন্দ্রকে এগোচ্ছেন ইয়াং। তিনি অপরাজিত আছেন ৪৪ রানে।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আসরের ১৬তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আগের ম্যাচে ফের চোটে পড়ায় একাদশে নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন শুরুর দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা টম ল্যাথাম। অন্যদিকে ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে আফগানরা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক।