দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের লড়াকু পুঁজি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। দলীয় ৮২ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপরই দলের হাল ধরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। যদিও বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলেই। একাই লড়াই চালিয়ে গেছেন তিনি। খেলেছেন ৬৯ বলে ৭৮ রানের ইনিংস।  শেষের দিকে রয়েলফ ভান ডার মারওয়ের ১৯ বলে ২৯ এবং আরিয়ান দত্তর ৯ বলে ২২ রানের ইনিংসের উপর ভিত্তি করে নির্ধারিত ৪৩ ওভার শেষে ৯ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। 

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেন নিয়েছেন দুইটি করে উইকেট।