অনুশীলনে সাকিব, ভারত ম্যাচে খেলা নিয়ে দ্বিধা নেই

  • এম. এম. কায়সার, পুনে থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটা আশঙ্কা ছিল সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ দলের অনুশীলন সেশনে সাকিবের সপ্রতিভ উপস্থিতি সেই আশঙ্কা থেকে মুক্তি দিচ্ছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কাল দুপুরে বাংলাদেশ দলের অনুশীলনে অংশ নিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

পুরো দল একজোট হয়ে এই অনুশীলনে অংশ নেয় কিন্তু মাঠে উপস্থিত দেশি বিদেশি পুরো মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

ব্যাটিং বোলিং অনুশীলনের আগে বাংলাদেশ দল মাঠের এক কোনায় ফুটবল প্র্যাকটিস করে। সেখানে সাকিব আল হাসানের ঝলমলে উপস্থিতি পেছনের কয়েকদিন ধরে জমে উঠা আশঙ্কার মেঘ উড়িয়ে দিল।

দলের সঙ্গে এই ফুটবল আনন্দের শামিল হন সাকিব। বাম পায়ে বেশ কয়েকটি শট নিয়ে জানিয়ে দিলেন চোট মুক্তি মিলেছে তার। প্র্যাকটিস সেশনের এক ফাঁকে আইসিসির একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন।

স্টেডিয়ামের মাঝখানের অনুশীলন নেটে লম্বা সময়ের জন্য ব্যাটিং ও করেন সাকিব। পুনে স্টেডিয়ামে বাংলাদেশ দলের এই প্রথম অনুশীলন সেশনে পুরো মাত্রায় অংশ নিয়ে সাকিব জানিয়ে দিলেন ১৯ অক্টোবর ভারত ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।