বিধ্বস্ত বাটলার ঘুরে দাঁড়াতে চান লড়াই করেই

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রিতীমতো নাস্তানাবুদ করে জয় তুলেছে আফগানিস্তান। এ হারে শেষ চারের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে জস বাটলারের দল। সামনের ম্যাচগুলোতে জয়ের সঙ্গে রানরেটটাও বেশ ভালোভাবে মাথায় রাখতে হবে তাদের। তবে আফগানদের বিপক্ষে এ হার যে ইংল্যান্ডকে বেশ ভালোভাবেই নাড়িয়ে দিয়েছে তা মানছেন দলটির অধিনায়ক জস বাটলার। তবে এখান থেকেই ঘুরে দাঁড়াতে চান তিনি।

আফগানদের বিপক্ষে ৬৯ রানে ম্যাচ হারের পর বাটলার বলেন, ‘এই পরাজয় অবশ্যই আমাদের বিষণভাবে আঘাত করেছে। এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের অবশ্যই কিছু বাস্তব স্থিতিস্থাপকতা দেখাতে হবে। আমাদের দলে অনেক চরিত্র আছে। ছেলেরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আশা করি আগামীতে আমরা স্থিতিস্থাপকতা দেখাতে পারব। এবং লড়াই করে ফিরে আসব।’

বিজ্ঞাপন

দলের বর্তমান অবস্থা নিয়ে বাটলার বলেন, ‘সামগ্রিকভাবে, আমরা যে স্তরে থাকতে চাই সেই পর্যায়ে আমরা নেই। বিশ্বকাপে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে চাপের মধ্যে খেলতে হবে। সুতরাং আমরা সবাই, মাঠ এবং মাঠের বাইরে থেকে এই চাপ কাটাতে কঠোর পরিশ্রম করব।’

দিল্লিতে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। তবে বল হাতে শুরুতে তেমন ভূমিকা রাখতে পারেনি ইংলিশ বোলাররা। আফগানরা তাদের ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে জমা করে ১১৪ রান। ম্যাচটা ইংল্যান্ড ওখানেই হেরে গেছে সেটা অকপটে স্বীকার করে নিয়েছেন বাটলার।

বলেন, ‘টস জেতার পর এত রান দেওয়াটা হতাশার। প্রথম বলটা লেগ সাইডের অনেক বাইরে করাটা ম্যাচের সুর নষ্ট করেছে। আফগানিস্তানকে কৃতিত্ব দিতে হবে। তারা আজ আমাদের উড়িয়ে দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে ব্যাটে–বলে আমরা যেমনটা করি, তা করতে পারিনি। তাদের দারুণ কিছু বোলার আছে। শিশিরও ততটা ভূমিকা পালন করেনি, যতটা আমরা ভেবেছিলাম।’