অঘটন! ইংল্যান্ডকে হারিয়ে দিল আফগানরা!!

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বপ্নের জয়

স্বপ্নের জয়

রীতিমতো অবিশ্বাস্য এক জয়! বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা অঘটনও?

আফগানিস্তান রীতিমতো চমকে দিল। এবারের বিশ্বকাপের প্রথম ‘অঘটন’ দেখাল আফগানরা। আজ রোববার দিল্লিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তারা হারাল ৬৯ রানে, একেবারে অনায়াসে।

বিজ্ঞাপন

দিবা-রাত্রির ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৪ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। দলের সর্বোচ্চ ৮০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ৪২ রানে ৩ উইকেট নেন আদিল রশিদ। জবাব দিতে নেমে ৪০.৩ ওভারে ২১৫ রানে শেষ বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস। ইংল্যান্ডের ১০ উইকেটের ৮টিই ভাগাভাগি করেন মুজিব, রশিদ ও মোহাম্মদ নবী।

রহমানউল্লাহ গুরবাজের দুর্দান্ত ইনিংসের পর ইব্রাহিম আলিখিলের ফিফটি আর মুজিব উর রহমানের শেষের চমকে আফগানিস্তান লড়াইয়ের মতো একটা সংগ্রহ পেয়েছিল। এরপর মুজিব বল হাতেও দেখালেন চমক। তার পথ ধরেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেলো আফগানরা। 

ইতিহাস বলছে-ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো ফরম্যাটে এটি আফগানিস্তানের প্রথম জয়। বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হারের পর অবশেষে জয় দেখলো আফগানরা। বিশ্বকাপে ১৮ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়!

আফগানিস্তানের ইনিংসটা বড় করেছেন গুরবাজ। যদিও শতরান হাতছাড়া হয় তার। ৫৭ বলে ৮০ রান করেন। মিডল অর্ডারে রান করেন ইকরাম আলিখিল ৬৬ বলে ৫৮। মুজিব উর রহমান ১৬ বলে ২৮ রানের ইনিংস গড়েন।

২৮৪ রানের টার্গেটের সামনে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই হারায় জনি বেয়ারস্টোকে ( ৪ বলে ২ রান)। দাভিদ মালান ৩২ রান করে আউট। তারপরই শেষ ইংল্যান্ডের মিডল অর্ডার ভেঙে পড়ে। জস বাটলার (৯), লিয়াম লিভিংস্টোন (১০) এবং স্যাম কারেন (১০) দ্রুত ফেরেন সাজঘরে।

হ্যারি ব্রুক চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ফজলহক ফারুকি এবং নবীন উল হক চাপে ফেলেন ইংলিশদের। শেষ অব্দি ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট তুলেন মুজিব। রশিদ খানও তুলে নেন ৩ উইকেট। ২ উইকেট শিকার করেন মোহাম্মদ নবি।

সব মিলিয়েই ধরা দেয় স্বপ্নের এক জয়!