সবার আগেই দলবদল সেরেছে বসুন্ধরা কিংস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি ফুটবল মৌসুমের দলবদলের শেষ তারিখ হলো ১৮ অক্টোবর। তবে এর আগেই ফুটবলার নিবন্ধনের প্রক্রিয়া সেরেছে বসুন্ধরা কিংস। গতকালই মোট ৩১ জন নিবন্ধিত ফুটবলারের তালিকা ফেডারেশনকে পাঠিয়েছে ক্লাবটি। বিদেশিদের মধ্যে দলে ছয় জন ফুটবলার দলে থাকতে পারলেও একাদশে থাকতে পারবেন মোট চার জন। 

চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোট ১১ দল অংশগেহণ করবে। তবে ১৮ অক্টোবর, ডেডলাইন মোতাবেক বাকি দলগুলোর ও দলবদল প্রক্রিয়া সম্পন্ন করবে। যদিও বসুন্ধরা কিংসের পর বাংলাদেশ পুলিশই এফসিই দল বদল প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফেডারেশনকে খেলোয়াড়দের তালিকা পাঠিয়েছে। এর মধ্যে বাকিদলগুলোও প্রায় নিবন্ধন প্রক্রিয়া সেরে ফেলেছে, বাকি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ফর্ম জমা দেয়া। 

বিজ্ঞাপন

বসুন্ধরা কিংসের দলঃ 

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, আসিফ,মেহেদী হাসান শ্রাবণ, সাইফুল ইসলাম।

রক্ষণভাগ: ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ,সাদ উদ্দিন, তারিক কাজী,ববুরবেগ।

মধ্যমাঠ : সাব্বির হোসেন, মতিন মিয়া, চার্লস দিদিয়ের,জাহিদ হোসেন,সোহেল রানা, বিপলু আহমেদ, মিগুয়েল ফেরেইরা, মাসুক মিয়া জনি,সোহেল রানা,শেখ মোরসালিন,সাব্বির। 

আক্রমণভাগ: ডরিয়েল্টন, রবসন, তৌহিদুল আলম সবুজ (নিষিদ্ধ),ইব্রাহীম,রাকিব হোসেন, রফিকুল ইসলাম,মজিবর রহমান জনি, আমিনুর রহমান সজীব ও রিমন হোসেন।