দ্রুত ৬ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিল্লীতে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুরুটা দারুণ করেছিল আফগানিস্তান। তবে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আবারও খেই হারিয়েছে তাদের ইনিংস। শেষ খবর পাওয়া  পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৯০ রান, ৩৬ ওভার শেষে। 

টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। প্রথম ১৩ ওভারের মধ্যেই ১০০ স্পর্শ করে তারা। যার ফলে চাপে পড়ে ইংলিশরা। তবে তাদের বোলারদেরে নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডিংয়ের সামনে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এদিন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৮০) ছাড়া কেউই ইনিংস বড় করতে পারেননি। আফগানদের হয়ে এখন পর্যন্ত অপরাজিত আছেন দুই ব্যাটার ইকরাম আলি খিল এবং রশিদ খান।  

বিজ্ঞাপন

ইংলিশদের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লেগস্পিনার আদিল রশিদ।